About

Business plan of
ESSA-WORLD PLC
(Easy Sales & Services Assistance all over the World)                    

পটভূমি :
পৃথিবী বদলে যাচ্ছে। বদলে যাচ্ছে মানুষের অভ্যাস, প্রয়োজন ও চাহিদাগুলো। ডিজিটাল দুনিয়ায় সব কিছু সহজ হয়ে মানুষকে স্পর্শ করছে, বদলে দিচ্ছে পুরো জীবন ব্যবস্থাকে।
এ সহজিকরণ প্রক্রিয়ায় আমরা একটি সমন্বিত উদ্যোগ গ্রহণ করেছি। দৈনন্দিন চাহিদার সবকিছু মানুষের হাতের মুঠোয় এনে দিবে ESSA-WORLD নামে একটি সুপার অ্যাপ, যার মধ্যে থাকবে সকল পণ্য ও সেবা পাওয়ার সুযোগ সুবিধা। একদম নতুন ধারণা ও পরিকল্পনা নিয়ে উপস্থাপিত একটি সমন্বিত বিজনেস মডেল হলো ESSA-WORLD যা সহজ বিক্রয় ও পরিষেবা সহায়তা হিসেবে পৃথিবীর বুকে স্থান করে নিতে বদ্ধপরিকর।
ESSA-WORLD  একটি ইউনিক বিজনেস উদ্যোগ। সাধারণত কোম্পানি সৃষ্টিতে উদ্যোক্তাদের টাকা সংগ্রহে বেশী আগ্রহ থাকে। কিন্তু ESSA-WORLD PLC তে টাকার পরিবর্তে ব্যবসায়িক বুদ্ধিবৃত্তিক পুঁজির সমাবেশ ঘটিয়ে বৃহৎ পরিকল্পনাকে বাস্তবায়নের পদক্ষেপ নেয়া হয়েছে। সততা ও স্বচ্ছতা হবে ESSA-WORLD PLC কোম্পানির সফলতার মূলসূত্র।

ESSA-WORLD PLC এর মাধ্যমে গ্রাহককে
সর্বোৎকৃষ্ট পণ্য ও সেবা
সর্বনিম্ন বাজার দরে
দ্রুততম সময়ে
দেশের প্রত্যন্ত অঞ্চলসহ যে কোনো প্রান্তে
পৌঁছে দেয়ার পরিকল্পনা করা হয়েছে ।

ESSA-WORLD PLC যে সকল ব্যবসায় পরিচালনা করবে:

ESSA-WORLD PLC এর সাথে নিবন্ধিত ভিন্ন ভিন্ন পণ্য ও সেবা সরবরাহকারী হতে সকল প্রকার পণ্য ও সেবা সরবরাহ গ্রহন করতঃ ভিন্ন ভিন্ন উইংস-এর তত্ত্বাবধানে অ্যাপস/ওয়েব সাইট-এর মাধ্যমে বিক্রয় কার্যক্রম পরিচালনা করবে। কোম্পানি পর্যায়ক্রমে যে সকল ব্যবসায় করবে তা উল্লেখ করা হলো-

ESSA SOFT: আইটি সংক্রান্ত পণ্য ও সেবা সরবরাহ ব্যবসায়। নিজস্ব আইটি টিমের তত্ত্বাবধানে যে কোন ব্যবসা প্রতিষ্ঠান, সেবা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও, আইএনজিও, গেমিং অথবা ব্যক্তিগত সফটওয়্যার, এমআইএস, ইআরপি, ওয়েবসাইট, অ্যাপ ইত্যাদি নির্মাণ, সরবরাহ ও মেইনটেইন করবে। দেশে ও বিদেশে নিজস্ব সার্ভার স্টেশন (ডেটা সেন্টার) স্থাপন করবে এবং ওয়েব হোস্টিং করবে। সামগ্রিক কাজে প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট, ডিভাইস ও এক্সেসরিজ বিক্রয়/সরবরাহ করবে।

ESSA TOURS & TRAVELS: ওয়ার্ল্ড ওয়াইড ট্যুরিজম, হজ্জ্ব, ওমরাহ সংশ্লিষ্ট সার্ভিসসহ বিদেশে চাকুরী, লেখাপড়া, চিকিৎসা ও বিনোদনের ক্ষেত্রে ভ্রমণ সংশ্লিষ্ট সেবার ব্যবসায়। কোম্পানির নিজস্ব ব্যবস্থাপনায় কিংবা নিজস্ব ভেরিফিকেশনের মাধ্যমে যে কোনো নির্ভরযোগ্য ও গ্রহণযোগ্য প্রতিষ্ঠানের ভ্রমণ সংশ্লিষ্ট সার্ভিস সরবরাহ করবে। এ সংক্রান্ত পরামর্শ, প্রয়োজনীয় সকল প্রকার সহায়তা, টিকেটিং, হোটেল বুকিং, থাকা খাওয়ার সহায়তাসহ যথাযথ গাইডের ও সিকিউরিটির ব্যবস্থা করবে। হোটেল ও রিসোর্টের আদলে অ্যাপ ভিত্তিক রেসিডেন্সিয়াল মডেলে সার্ভিস প্রবর্তন করবে। স্পট ভিত্তিক ঋতুকালীন প্রাকৃতিক সৌন্দর্য্যকে তুলে ধরে টুরিস্ট আকৃষ্ট করা হবে। সকল ধরণের সার্ভিস রিয়েল টাইম ওয়েবসাইট ও অ্যাপে মেনটেইন করা হবে।

ESSA HEALTH:  চিকিৎসা ও স্বাস্থ্য সংক্রান্ত পণ্য ও সেবা সরবরাহ ব্যবসায়। অ্যাপ এর মাধ্যমে যেকোন রোগী চিকিৎসা সহায়তা চাইলে প্রথমে সরকারি ও বেসরকারি সুযোগ-সুবিধা পেতে যথাযথ পরামর্শ প্রদান করা, রিয়েল টাইম ডাক্তারের পরামর্শ সেবা প্রদানের ব্যবস্থা করা, যে রোগের জন্য পরামর্শ চাওয়া হচ্ছে সে রোগের নিকটস্থ বিশেষজ্ঞ চিকিৎসক, ক্লিনিক অথবা হাসপাতাল এর সুবিধা পাইয়ে দেয়া। প্রয়োজনে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করা। প্রত্যেক সেলস সেন্টারে প্রয়োজনীয় যন্ত্রপাতিসহ টেলি মেডিকেল সাপোর্ট সিস্টেম চালু করা- যেখানে ডাক্তারের চাহিদামত ভিডিও কনফারেন্সে অথবা প্রয়োজনীয় পদ্ধতিতে রোগীকে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করা যাবে।

ESSA SHOP:  যে কোনো খুচরা পণ্য বিক্রয় ও সরবারাহ ব্যবসায়। যে কোনো খুচরা পণ্য পাওয়ার ক্ষেত্রে ESSA SHOP অ্যাপ হবে একটি সার্চ ইঞ্জিন। গ্রাহক যা কিছু চাইবে কোম্পানির পক্ষ থেকে সব কিছু সংগ্রহ করে সরবরাহ করা হবে। সেলস সেন্টারের আওতায় নাই এমন কোনো অর্ডার সরাসরি রিফিউজ করা হবে না, প্রয়োজনে কাস্টমারের সাথে আলোচনার মাধ্যমে সময় চেয়ে নেওয়া হবে।

সকল প্রকার পণ্যের মান ও দাম কোয়ালিটি কন্ট্রোল টিমের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হবে ।

ESSA-FOODS : চাহিদানুযায়ী রান্নাকৃত খাবার সরবরাহ ব্যবসায়। অ্যাপ ভিত্তিক সার্ভিসের আওতায় ঘরোয়া রান্না, ভাজি-ভর্তা,  কেক, পিঠা-পায়েস অর্থাৎ ঘরে তৈরি যেকোনো দৈনন্দিন কিংবা আকর্ষণীয় খাবার পৌঁছে দেবে নির্দিষ্ট সময়ে হোটেল রেস্টুরেন্টে অথবা বাসা-বাড়িতে কিংবা নির্দিষ্ট ঠিকানায়। বিভিন্ন অনুষ্ঠানে রান্না করা খাবার সরবরাহ এ সার্ভিসে অন্তর্ভুক্ত থাকবে।

পারিবারিক খাবার সরবরাহ, কর্মস্থলে খাবার সরবরাহ, হোটেল-রেস্টুরেন্টে খাবার সরবরাহ ছাড়াও হঠাৎ আগত মেহমান আপ্যায়ন, পিকনিক-কুলখানি-বিয়ে ইত্যাদিসহ যেকোনো ইভেন্টে বা অনুষ্ঠানে খাবার সরবরাহ করা হবে। গ্রাহকের ব্যক্তিগত অথবা পারিবারিক রান্নার দায়িত্ব গ্রহণ করবে ESSA-WORLD PLC এর আওতায় ESSA-FOODS।

স্বল্পমূল্যে অর্থাৎ রান্না করতে প্রকৃত যে খরচ হয় সেই একই খরচে রান্না করা খাবার ন্যূনতম সার্ভিস চার্জের বিনিময়ে ঘরে পৌঁছে দেবে ESSA-FOODS

ESSA WHOLE SALE: অনলাইনে পাইকারি ব্যবসায়। পাইকারি পর্যায়ে কৃষিজাত পণ্য সরাসরি কৃষকের থেকে, হালকা-মাঝারী-ভারী শিল্পসহ কুটির শিল্প সরাসরি উৎপাদনকারী ও আমদানীকারক এর কাছ থেকে গ্রহণ করার ব্যবস্থা করা হবে। অর্থাৎ যেকোন পণ্যই সংগৃহীত হবে একদম প্রথম রিসোর্স থেকেই— এক্ষেত্রে মধ্যস্বত্ত্বভোগীর সহায়তা না নেওয়াতে সর্বনিম্ন মূল্যে সরবরাহ করতে পারবে ESSA WHOLE SALE । প্রয়োজনে যেকোনো সরবরাহকারী ESSA-WORLD PLC এর হোলসেল অ্যাপ ESSA WHOLE SALE এ প্রডাক্ট আপলোড করতে পারবে। তবে আপলোডকৃত সকল পণ্য সংশ্লিষ্ট মিডিয়া অফিসের ভেরিফিকেশনের মাধ্যমে সিস্টেমে প্রদর্শিত হবে। পাইকারি বিক্রয়ের ক্ষেত্রে মূল্যের সাথে সঠিকভাবে পরিবহন খরচ সিস্টেম অটো ক্যালকুলেট করে দেখাবে। পরিবহন খরচ সমন্বয় করে সিস্টেম ক্রেতাকে ক্রয় খরচ ও পরিবহন খরচ একত্রে প্রকৃত মোট খরচও দেখাবে। ফলে ক্রেতা সহজেই বিক্রেতা বাছাইয়ের সিদ্ধান্ত নিতে পারেবে।

সুনির্দিষ্ট অর্ডার এর প্রেক্ষিতে ESSA WHOLE SALE  নিজস্ব ব্যবস্থাপনায় অথবা তৃতীয় পক্ষের মাধ্যমে যেকোনো আমদানি ও রফতানি কাজে নিয়োজিত হতে পারবে। এছাড়া কেহ নিজস্ব ব্রান্ডে সুনির্দিষ্ট পরিমানে কোনো পণ্যের চাহিদা জানালে ESSA-WORLD PLC এর ব্যবস্থাপনায় তৃতীয় পক্ষের মাধ্যমে যে কোনো পণ্য উৎপাদন করিয়ে সরবরাহ করবে।

ESSA-EXPRESS: কুরিয়ার ও পণ্য পরিবহন ব্যবসায়। ডোরস্টেপ পিকআপ, ডোরস্টেপ ডেলিভারি, অনলাইন ট্রাকিং ও ২৪/৭ কলসেন্টারসহ কুরিয়ার সার্ভিস। সারাদেশের দুই হাজারের বেশি সেলস সেন্টারের মাধ্যমে  ESSA-WORLD PLC এর কুরিয়ার সার্ভিস ESSA-EXPRESS এর মাধ্যমে প্রেরকের বাড়ি অথবা অফিস থেকে পার্সেল/ডকুমেন্টস পিক করে গ্রাহকের বাড়িতে/অফিসে/ঠিকানায় সরাসরি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে। অনলাইন ট্রাকিং ব্যবস্থা থাকায় প্রেরক অথবা গ্রাহক নিজেই ২৪ ঘন্টার যেকোন সময়ই তার পার্সেল / ডকুমেন্টস এর কারেন্ট স্ট্যাটাস জানতে পারবে। এছাড়াও প্রেরক চাইলে তার পার্সেল/ডকুমেন্টসকে ESSA FINANCE এ বিমা সুবিধা প্রদান করবে। পর্যায়ক্রমে বিশ্বের যেকোনো প্রান্তে পণ্য পরিবহনের ব্যবস্থা করা হবে। 

ESSA RIDE & TRANSPORT: যাত্রী ও পণ্য পরিবহন শেয়ারিং ব্যবসায়। অ্যাপ এর মাধ্যমে যেকোনো যানবাহনে যাত্রী ও পণ্য পরিবহনের সহজ সিস্টেম চালু করা হবে। রিয়েল টাইমের পাশাপাশি বিকল্প মাধ্যমে জল, স্থল ও আকাশ পথের যানবাহনকে এর আওতায় আনা হবে। এ অ্যাপ এর আওতায় সেলস সেন্টারের পণ্য রাইডার নিকটবর্তী লোকেশনে পায়ে হেঁটেও ডেলিভারি দিতে পারবে। এ সার্ভিস সরবরাহকারী তার রেঞ্জের মধ্যে যতগুলো অর্ডার থাকবে তা দেখতে পাবে, যতগুলো রাইড শেয়ারের রিকোয়েস্ট আসবে তাও দেখতে পাবে। কোনো অর্ডার বা রাইড কোনো একজন রাইডার রিসিভ করলে সাথে সাথে সিস্টেম থেকে ডিজএপিয়ার হয়ে যাবে।

ESSA SERVICES: বাসা-বাড়ি ও ব্যবসায় প্রতিষ্ঠানের যেকোনো প্রকার সার্ভিস সরবরাহ ব্যবসায়। বাসা-বাড়ি / অফিসের কাজের লোক, কেয়ারটেকার, সিকিউরিটি গার্ড, হাউস টিউটর, ন্যানি, নার্স, জেনিটার, ক্লিনারসহ বিভিন্ন ধরণের মানবসম্পদ  সরবরাহকারী বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান রয়েছে। বিদ্যুৎ, পানি, গ্যাস, সুয়ারেজ লাইন, এসি ইত্যাদি ক্ষেত্রেও রয়েছে কাজ করা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান। ESSA-WORLD PLC এসকল প্রতিষ্ঠানের মাধ্যমে অথবা সরাসরি নিজস্ব ব্যবস্থাপনায় এ সকল সার্ভিস ESSA SERVICES অ্যাপে অর্ডার গ্রহণের মাধ্যমে সরবরাহ নিশ্চিত করবে।

ESSA PROPERTIES: ল্যান্ড ও বিল্ডিং ডেভলপমেন্ট ব্যবসায়। কোম্পানির নিজস্ব ব্যবস্থাপনায় ও নিজস্ব ভেরিফিকেশনের মাধ্যমে যে কোনো নির্ভরযোগ্য ও গ্রহণযোগ্য প্রতিষ্ঠানের জমি ও ফ্লাট বিক্রয় করতে পারবে। নিজস্ব ব্যবস্থাপনায় বিল্ডিং ডেভেলপমেন্ট এর ক্ষেত্রে প্রকৃত জমির মূল্য, ভবন নির্মাণের সকল খরচ কঠোরতর স্বচ্ছতার সাথে নিরুপন করে গ্রাহকের কাছ থেকে প্রকৃত খরচ নেওয়া হবে। এক্ষেত্রে গ্রাহক থেকে নেওয়া ন্যূনতম সার্ভিস চার্জ হবে কোম্পানির একমাত্র আয়ের উৎস। ESSA PROPERTIES  অ্যাপ এর মাধ্যমে প্রাপ্ত গ্রাহকের পূর্ব অর্ডারের ভিত্তিতে এ ধরণের প্রকল্পের ব্যবস্থা করা হবে।

ESSA FINANCE:  আধুনিক প্রযুক্তির ব্যাংকিং ও বীমা ব্যবসায়। ESSA-WORLD PLC আইনগত প্রক্রিয়া অবলম্বন করে যে কোনো ব্যাংক ও বীমা প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হয়ে অথবা নিজস্ব ব্যবস্থাপনায় ESSA FINANCE অ্যাপ এর মাধ্যমে অর্থনৈতিক কর্মকান্ড সম্পাদন করবে। মোবাইল ব্যংকিং এর মাধ্যমে ভার্চুয়াল লেনদেন করা যাবে। সারাদেশে দুই হাজারের অধিক সেলস সেন্টার এর মাধ্যমে সহজেই মোবাইল ব্যাংকিং সিস্টেম প্রতিষ্ঠা করা যাবে। কোম্পানির নিজস্ব ব্যবসায় বাণিজ্যে নিরাপত্তা বিধানের জন্য গ্রাহক ও পার্টনারদের ব্যক্তিগত ও পরিচালিত ব্যবসায়ের বীমা নিরাপত্তার ব্যবস্থা করা হবে। দৈব দুর্ঘটনায় গ্রাহককে এবং পার্টনারকে বীমা সুবিধার আওতায় সহায়তা করা যাবে।

ESSA MEDIA:  নিজস্ব প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া। ESSA-WORLD PLC এর ব্যবসায়িক কর্মকাণ্ডের প্রচার নির্বিঘ্ন করতে ESSA MEDIA নামে নিজস্ব প্রিন্ট মিডিয়া, প্রকাশনা ও ইলেকট্রনিক মিডিয়া সৃষ্টি করা হবে। এক্ষেত্রে ব্যবসায়িকভাবে দৈনিক পত্রিকা, ম্যাগাজিন ও বই প্রকাশনাসহ টিভি চ্যানেল, ইউটিউব চ্যানেলসহ টেরিস্ট্রিয়াল সম্প্রচার পরিচালনা করবে ESSA MEDIA।

ESSA SUPER SHOP: সুপারশপ ব্যবসায়। ESSA-WORLD PLC জনসংখ্যার ঘনত্বের উপর ভিত্তি করে সারাদেশে এক থেকে পাঁচ কিলোমিটার এলাকার মধ্যে সেলস সেন্টার স্থাপন করবে। সেলস সেন্টারগুলো ভিন্ন ভিন্ন পণ্য ভিন্ন ভিন্ন সরবরাহকারীর কাছ থেকে ভিন্ন ভিন্ন লোকেশন থেকে রিসিভ করে ডেলিভারি দিবে। এই প্রক্রিয়ায় চাহিদা বৃদ্ধি পেলে এবং কোম্পানির ব্র্যান্ড ভ্যালু জনপ্রিয়তা লাভ করলে ভিন্ন ভিন্ন স্থান থেকে পণ্য সংগ্রহ কঠিন হয়ে পড়বে, তখন বিজনেস পার্টনারের উদ্যোগে সরবরাহকারীদের সাথে সেলস সেন্টারের পার্টনারশীপ চুক্তির মাধ্যমে একক মার্কেটে সবধরণের পণ্য প্রদর্শন ও বিক্রয় কার্যক্রম করতে অনলাইনের পাশাপাশি সরাসরি বিক্রয়ের ব্যবস্থা করা হবে। এ ধরণের মার্কেট ESSA SUPER SHOP নামে প্রতিষ্ঠিত হবে।

ESSA CONSULTANCY: একটি সুপার অ্যাপের মাধ্যমে বিভিন্ন ধরণের কনসালটেন্সি প্রতিষ্ঠানসহ যে কোনো ধরণের প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়ে অনলাইন ব্যবসায়। ESSA-WORLD PLC লিগ্যাল কনসালটেন্সি, এডুকেশনাল কনসালটেন্সি, ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি, ট্রেড কনসালটেন্সি, এনজিও কনসালটেন্সি এ রকম যে কোনো কনসালটেন্সি প্রতিষ্ঠানের সেবা সমূহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ভেরিফাই করে ESSA CONSULTANCY অ্যাপ এর মাধ্যমে গ্রাহকদের সহায়তা করবে।   

কোম্পানির গঠন :
১০ ফেব্রুয়ারী ২০২২ ইং তারিখ ৪২ কাজী নজরুল ইসলাম এভিনিউ (হামিদ সেন্টার, লিফট-এর ৬), ঢাকা-১২০৫, বাংলাদেশ ঠিকানায় একটি পাবলিক লিমিটেড কোম্পানি গঠনের উদ্দেশ্যে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত বন্ধুদের সাথে সারাদেশের শতাধিক বন্ধু জুম লিংকের মাধ্যমেও অনলাইনে অংশগ্রহণ করে।
উপস্থিত পার্টনারদের ও জুম লিংকের মাধ্যমে অনলাইনে অংশগ্রহণকারী বন্ধুদের মতামতের ভিত্তিতে ESSA-WORLD PLC  নামে পাবলিক লিমিটেড কোম্পানি গঠন করা হয়।

সেন্ট্রাল বিজনেস অফিস এর গঠন ও কাজ :
কেন্দ্রীয় অর্থ বিনিয়োগের মাধ্যমে ESSA-WORLD PLC এর তত্ত্বাবধানে একটি স্বতন্ত্র কর্তৃপক্ষ সেন্ট্রাল বিজনেস পরিচালনা করবে। মূলতঃ হোলসেল বিজনেস, কুরিয়ার এবং কেন্দ্র নিয়ন্ত্রিত সেলস সেন্টারসহ কেন্দ্রীয় যে কোনো ব্যবসায় কর্মকান্ড এই কর্তৃপক্ষের অধীনে থাকবে।

মিডিয়া পার্টনার, বিজনেস পার্টনার ও পরিচালক :
কোম্পানির বিজনেস সাপোর্ট অফিসের প্রধান হলেন মিডিয়া পার্টনার। সেলস সেন্টারের প্রধান হলেন বিজনেস পার্টনার এবং সেন্ট্রাল বিজনেসের দায়িত্বে থাকবেন ESSA-WORLD PLC এর পরিচালকবৃন্দ। মিডিয়া পার্টনার ও বিজনেস পার্টনার ন্যূনতম ১০০০ শেয়ারের (প্রতিষ্ঠাকালীন প্রতিটি শেয়ারের প্রাথমিক মূল্য ধরা হয়েছে ১০০ টাকা)  অধিকারী হলে পরিচালনা পর্ষদের অনুমোদন সাপেক্ষে পরিচালক হিসাবে অন্তর্ভুক্ত হতে পারবেন।
মিডিয়া পার্টনার ও বিজনেস পার্টনারকে কোম্পানির কেন্দ্রীয় ফান্ডে বাধ্যতামুলক ভাবে টাকা বিনিয়োগ করা লাগবেনা। মিডিয়া পার্টনারকে সেলস সেন্টারে নির্দিষ্ট দায়িত্ব পালন সাপেক্ষে ১০০ শেয়ার প্রদান করা হবে এবং সেলস সেন্টারের আয়ের অংশীদারিত্ব দেওয়া হবে। বিজনেস পার্টনার যদি পাইকারি ব্যবসায় করতে আগ্রহী না হন, তবে এই কেন্দ্রীয় ফান্ডে তাকে কোন অর্থ বিনিয়োগ করতে হবে না। সেক্ষেত্রে সে শুধুমাত্র খুচরা বিক্রির গ্রোস মুনাফা পাবে। এছাড়াও সে কোম্পানির নীট মুনাফার যে অংশ বন্টন হবে তা থেকে এবং কোম্পানীতে বিনিয়োগকারী পার্টনাররা যে সুযোগ সুবিধা পাবে তা থেকে বঞ্চিত হবে।

বিজনেস সাপোর্ট অফিস এর গঠন ও কাজ :
সময়ের প্রয়োজনে কোম্পানির বিজনেস সাপোর্ট  প্রদানের লক্ষ্যে বিজনেস সাপোর্ট অফিস গঠিত হবে যার প্রধান হবেন মিডিয়া পার্টনার। বিজনেস সাপোর্ট অফিস গঠন, তার এককালীন ও চলতি যাবতীয় ব্যয় বহন করবে মিডিয়া পার্টনার।
ESSA-WORLD PLC এর যে সকল কাজের বিপরীতে অর্থ লেনদেন হবে না এমন সকল প্রকার কাজের সাথে মিডিয়া পার্টনার যুক্ত থাকবে।

মিডিয়া পার্টনারদের প্রধান প্রধান দায়িত্ব হলো –
(১) ট্রেড মার্কেটিং বা প্রচার ইউনিটের দায়িত্ব পালন
(২) যে কোনো পণ্য ও সেবার কোয়ালিটি কন্ট্রোল
(৩) প্রয়োজনীয় রিপোর্ট সরবরাহ
(৪) কাস্টমার কেয়ার নির্বাহী হিসাবে দায়িত্ব পালন
(৫) কমপ্লায়েন্স, মনিটরিং ও রিসার্চ ইউনিটের নির্বাহী দায়িত্ব পালন
মিডিয়া পার্টনার একা অথবা তার নিয়ন্ত্রণে অস্থায়ী / চুক্তি ভিত্তিক স্টাফ নিয়োগ দিয়ে দায়িত্ব সম্পাদন করতে পারবে।

মিডিয়া পার্টনার এর সুযোগ সুবিধা:
সেলস সেন্টারের গ্রোস আয়ের মুনাফা বন্টন টেবিল / ছক দ্রষ্টব্য।

(বিঃদ্রঃ পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত মোতাবেক এই শতকরা হার যে কোনো সময়ে পুনঃনির্ধারণ হতে পারে)**

সেলস সেন্টার এর গঠন ও কাজ :
দেশের ভৌগোলিক সীমারেখা ও জনসংখ্যার ওপরে ভিত্তি করে ১ থেকে ৫ কিলোমিটার (স্থানভেদে কমবেশী) এলাকার জন্য একটি সেলস সেন্টার নির্ধারণ করা হবে। কোম্পানির সংশ্লিষ্ট বিভাগের অনুমোদনক্রমে বিজনেস পার্টনার এর নামে আইনগত কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স গ্রহণ করা হবে। সেলস সেন্টার স্থাপনের সকল প্রকার খরচ বিজনেস পার্টনার বহন করবে। সেলস সেন্টারের কাজের জন্য প্রয়োজনীয় জনবল বিজনেস পার্টনার নিয়োগ করবে এবং বেতন বহন করবে। সেলস সেন্টার এর জন্য প্রয়োজনীয় সকল প্রকার উপকরণ বিজনেস পার্টনার ব্যবস্থা করবে, সেলস সেন্টার এর প্রচারের সকল ব্যয় বিজনেস পার্টনার বহন করবে। প্রচারের জন্য কেন্দ্রীয়ভাবে যে খরচ হবে তা আনুপাতিক হারে বিজনেস পার্টনার বহন করবে।
বিশেষ ক্ষেত্রে কোনো এলাকায় উপযুক্ত বিজনেস পার্টনার না থাকলে কেন্দ্রীয় ভাবে বিনিয়োগ করে সেলস সেন্টার গঠন করা যাবে।

বিজনেস পার্টনারদের দায়িত্ব:
বিজনেস পার্টনার সেলস সেন্টার এলাকার একমাত্র বিনিয়োগকারী। কোন ব্যক্তি এককভাবে অথবা যৌথ ব্যবসার প্রতিনিধি হিসাবে বিজনেস পার্টনার থাকতে পারবে। ESSA-WORLD PLC বিজনেস পার্টনার হলো একক সত্তা।
সেলস সেন্টার এর অফিস, বিজনেস সাপোর্ট অফিস, আসবাবপত্র, কম্পিউটার, সেলস সেন্টারের স্টাফ এবং আনুষাঙ্গিক সবকিছু বিজনেস পার্টনার ব্যবস্থা করবে। ব্যবসায় নগদে পরিচালনা করার জন্য পর্যাপ্ত পরিমাণ নগদ অর্থ বিজনেস পার্টনার এর একাউন্টে থাকতে হবে। রিটেইল শপের জন্য পণ্য ও সেবা সরবরাহকারীদের সাথে বিজনেস পার্টনার চুক্তিবদ্ধ হবে। সেলস সেন্টার এর আওতাভুক্ত নির্ভরযোগ্য ডেলিভারিম্যানকে বিজনেস পার্টনার ভেরিফাই করবে এবং চুক্তি ভিত্তিক নিয়োগ করবে। বিজনেস পার্টনার বিক্রয় করা পণ্যের মূল্য ডেলিভারিম্যান এর কাছ থেকে বুঝে নিবে এবং পণ্য ও সেবা সরবরাহকারীকে তাদের একাউন্টে পণ্য ও সেবার ক্রয় মূল্য পরিশোধ করবে।

বিজনেস পার্টনারদের সুযোগ সুবিধা:
সেলস সেন্টারের গ্রোস আয়ের মুনাফা বন্টন টেবিল / ছক দ্রষ্টব্য

(বিঃদ্রঃ পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত মোতাবেক এই শতকরা হার যে কোনো সময়ে পুনঃনির্ধারণ হতে পারে)**

 

পণ্য ও সেবা সরবরাহ সিস্টেম :
ESSA-WORLD PLC সেলস সেন্টারের মাধ্যমে স্থানীয় ভাবে চুক্তিবদ্ধ পণ্য ও সেবা সরবরাহ প্রতিষ্ঠানের কাছ থেকে গ্রাহককে ভালো পণ্য ও সেবা নিশ্চিত করবে। কোম্পানির মিডিয়া পার্টনারের অধীনে শক্তিশালী কোয়ালিটি কন্ট্রোল টিম শতভাগ দায়িত্ব নিয়ে পণ্য ও সেবার মান ভেরিফাই করবে।
কাস্টমার যে কোনো প্রয়োজনে ESSA SHOP এর অ্যাপ-এ অর্ডার করলে তা নিকটস্থ সেলস সেন্টারে পৌঁছবে,  একই সাথে সে অর্ডারটি সরবরাহকারী প্রতিষ্ঠান ও ডেলিভারি পার্সনের ড্যাসবোর্ডে ফরোয়ার্ড হবে। তখন সে পণ্য অথবা সেবাটি ডেলিভারি পার্সনের মাধ্যমে কাস্টমারের কাছে পৌঁছে যাবে।

 সুপারশপের গঠন :
বিজনেস পার্টনার এককভাবে অথবা যৌথভাবে সুপারশপ গঠন করতে পারবেন। এক্ষেত্রে বিজনেস পার্টনার পণ্য সরবরাহকারীদেরকে MOU এর মাধ্যমে সুপারশপের পার্টনার হিসাবে অন্তর্ভুক্ত করতে পারবেন। সেক্ষেত্রে সুপারশপের পার্টনারগণ নিজ নিজ বিভাগগুলোর ব্যবসা প্রত্যক্ষ নিয়ন্ত্রণ করবেন।

সেলস সেন্টারের গ্রোস আয়ের মুনাফা বন্টন :
কোম্পানির প্রতিটা বিক্রয়ের সাথে সাথেই এর বিপরীতে সংশ্লিষ্ট মিডিয়া পার্টনার, সংশ্লিষ্ট বিজনেস পার্টনার ও কোম্পানির লভ্যাংশ নিম্মলিখিত হারে বন্টন হবে-

ক্রমিক বিবরণ মিডিয়া পার্টনার বিজনেস পার্টনার কোম্পানী

(ESSA-WORLD)

মোট
1 ESSA SOFT 10%-40% 10% 80%-50% 100%
2 ESSA TOURS & TRAVELS 25% 10% 65% 100%
3 ESSA HEALTH 25% 10% 65% 100%
4 ESSA SHOP 10% 80% 10% 100%
5 ESSA FOODS 10% 80% 10% 100%
6 ESSA WHOLE SALE 12% + 12% 8% + 8% 60% 100%
7 ESSA EXPRESS 5% + 5% 30%+30% 30% 100%
8 ESSA RIDE & TRANSPORT 25% 10% 65% 100%
9 ESSA SERVICES 25% 10% 65% 100%
10 ESSA PROPERTIES 25% 10% 65% 100%
11 ESSA FINANCE 20% 20% 60% 100%
12 ESSA MEDIA 20% 20% 60% 100%
13 ESSA SUPER SHOP 2% 90% 8% 100%
14 ESSA CONSULTANCY 25% 10% 65% 100%

 

বিঃদ্রঃ

    1. ESSA SOFT এর ভার্চুয়াল পণ্য অর্থাৎ Softwaere / Website / Apps এর ক্ষেত্রে মিডিয়া পার্টনার 40% এবং কোম্পানি 50% হারে এ লভ্যাংশ পাবে। কিন্তু ফিজিক্যাল পণ্য এর ক্ষেত্রে মিডিয়া পার্টনার 10% এবং কোম্পানি 80% হারে এ লভ্যাংশ পাবে। সকল ক্ষেত্রেই বিনিয়োগ করবে কোম্পানি।
    2. ESSA WHOLE SALE অর্থাৎ পাইকারি বিক্রয়ের ক্ষেত্রে যেখান থেকে পণ্য ক্রয় হবে সে সেলস সেন্টারের মিডিয়া পার্টনার 12% এবং বিজনেস পার্টনার 8% হারে এ লভ্যাংশ পাবে। একইভাবে যেখানে ডেলিভারি হবে সে সেলস সেন্টারের মিডিয়া পার্টনার 12% এবং বিজনেস পার্টনার 8% হারে এ লভ্যাংশ পাবে।
    3. ESSA EXPRESS অর্থাৎ কুরিয়ার সার্ভিসের ক্ষেত্রে যেখান থেকে পন্য পিক করা হবে সে সেলস সেন্টারের মিডিয়া পার্টনার 5% এবং বিজনেস পার্টনার 30% হারে এ লভ্যাংশ পাবে। একইভাবে যেখানে ডেলিভারি হবে সে সেলস সেন্টারের মিডিয়া পার্টনার 5% এবং বিজনেস পার্টনার 30% হারে এ লভ্যাংশ পাবে।
    4. পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত মোতাবেক এই শতকরা হার যে কোনো সময়ে পুনঃনির্ধারণ হতে পারে

 

পরিচালক হওয়ার প্রক্রিয়া :
ESSA-WORLD PLC কোম্পানির যেসকল মিডিয়া পার্টনার ও বিজনেস পার্টনার ১০০০ বা ততোধিক শেয়ার ক্রয় করবে তারা অঙ্গীকারনামা প্রদান ও পালন সাপেক্ষে এবং সেই সাথে পরিচালক পর্ষদের অনুমোদন সাপেক্ষে পরিচালক হিসাবে অন্তর্ভুক্ত হবে।

নির্বাহী পরিচালক হওয়ার প্রক্রিয়া :
যে কোনো পরিচালক যে কোনো সময় নির্বাহী পরিচালক হতে পারবে। তবে ঐ পরিচালক নির্বাহী পরিচালক হিসেবে  কোন দায়িত্ব পালন করবে তা সুনির্দিষ্ট হতে হবে। এছাড়া নির্বাহী পরিচালক হিসেবে মনোনিত হতে নির্বাহী বোর্ড এর সকল নির্বাহী পরিচালকের সমর্থন সহ সংখ্যাগরিষ্ঠ পরিচালকের সমর্থন থাকতে হবে।

ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান নিয়োগ প্রক্রিয়া :
নির্বাহী পর্ষদের সকল নির্বাহী পরিচালকের সমর্থন সহ দুই তৃতীয়াংশ পরিচালকের সমর্থনের ভিত্তিতে ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান নিয়োগ করা হবে।

নির্বাহী পরিচালক অপসারণ প্রক্রিয়া :
কোনো নির্বাহী পরিচালক কেবলমাত্র দুই-তৃতীয়াংশ নির্বাহী পরিচালকের সমর্থন হারালে নির্বাহী পরিচালক দায়িত্ব পালনের যোগ্যতা হারাবেন। তবে ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যানকে পদ থেকে অব্যাহতি দিতে সংখ্যাগরিষ্ঠ নির্বাহী পরিচালকদের সমর্থন এর পাশাপাশি  দুই-তৃতীয়াংশ পরিচালকের অনুমোদন নিতে হবে।

নমিনি ও উত্তরাধিকার:
কোনো পার্টনার এর মৃত্যুর পর তার উত্তরাধিকার আইন দ্বারা নির্ধারিত হবে। তবে পার্টনারের অবর্তমানে কোম্পানিতে কে প্রতিনিধিত্ব করবে এমন নমিনি মনোনীত করতে হবে। মূলত আইনগত উত্তরাধিকারীরা শেয়ারের মালিকানা পাবে। আর একজন পার্টনার কোম্পানিতে সরাসরি অংশগ্রহণ করার কারণে যে সকল সুবিধা লাভ করেন নমিনি সে সকল লাভ করবেন।

পার্টনারদের অঙ্গিকারনামা:
ESSA-WORLD PLC এর সকল পার্টনার অবশ্যই বাধ্যতামূলকভাবে নিম্মবর্ণিত অঙ্গীকারসমূহ করবে ও মেনে চলবে–  

(১)   পার্টনারদের মধ্য থেকে কেউ যদি আমার চেয়ে অধিক গতিশীল থেকে দায়িত্ব পালন করে তাহলে আমি যোগ্যতর পার্টনার হিসেবে তার কাছে দায়িত্ব হস্তান্তর করে তার সহকারী হিসাবে সাথে থেকে কাজ করতে মানসিক ভাবে প্রস্তুত থাকবো।
(২)   আমি ESSA-WORLD PLC  এর সকল প্রকার পার্টনারদের সমঅধিকার নীতির সমর্থন করি।
(৩)   কোম্পানির পার্টনারদের কাছে কোনো বিষয় গোপন না করার নীতির সমর্থন করি।

 

পার্টনারদের প্রতি বিধিনিষেধ:
পার্টনারদের ব্যক্তিগত কিছু বিষয়ে কোম্পানির বিধিনিষেধ থাকবে যেমন—

(১) যে সকল অনলাইন ব্যবসায় এবং এমএলএম ব্যবসায় মানুষকে অধিক লাভের প্রলোভন দেখিয়ে টাকা বিনিয়োগ করতে আহবান করে সে সকল ব্যবসায়ে ESSA-WORLD PLC এর কোনো পার্টনার জড়িত থাকতে পারবেনা।
(২) ESSA-WORLD PLC এর পার্টনারগণ পরস্পরের সুখে-দুঃখে পাশে থাকবে তবে কোনো ক্রমেই ব্যক্তিগত অর্থ লেনদেন করবেনা অর্থাৎ কোনো পার্টনার অন্য পার্টনারকে অর্থ ধার দিতে পারবেনা বা অর্থ ধার নিতে পারবেনা।
(৩) নৈতিক ও সামাজিক ভাবে অগ্রহণযোগ্য কোনো ব্যক্তি ESSA-WORLD PLC এর পার্টনার হতে পারবেনা।
(৪) ইরেশিয়নাল ব্যক্তি অর্থাৎ যারা যুক্তির ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণে সক্ষম নয় তাদেরকে ESSA-WORLD PLC এর পার্টনার করা যাবেনা। যেমন- একরোখা ব্যক্তি, রাজনৈতিক ও ধর্মীয় পক্ষপাত দ্বারা চরম ভাবে প্রভাবিত ব্যক্তি।

কোম্পানির পার্টনারদের আর্থিক ও পারিবারিক নিরাপত্তার সুবিধা:

ESSA-WORLD PLC এর যে কোনো ব্যবসায় যে কোনো দৈব দুর্ঘটনার জন্য যথাযথ নিরাপত্তা সুবিধা পাবে। এজন্য কোম্পানির বিশেষ নিরাপত্তা ফান্ড গঠন করা হবে।
এছাড়া ESSA-WORLD PLC এর পার্টনারদের মৃত্যুর পর কোম্পানির বিশেষ কমিটির সুপারিশক্রমে প্রয়োজন সাপেক্ষে কোম্পানির পক্ষ থেকে তার উপর সরাসরি নির্ভরশীল পরিবারের সদস্যদের যথাযোগ্য সাপোর্ট দেওয়া যেতে পারে।

কোম্পানির ফান্ড :

প্রাথমিকভাবে পরিচালকদের বিনিয়োগ দিয়ে কোম্পানির ফান্ড গঠন করা হয়েছে। তবে ভবিষ্যতে ব্যবসায় সম্প্রসারণের জন্য যে সকল পার্টনার বিজনেস প্ল্যান ভালোভাবে বুঝে আগ্রহের সহিত কোম্পানিতে বিনিয়োগ করতে চাইবে, কেবলমাত্র তাদের কাছ থেকে কোম্পানির ফান্ডে টাকা গ্রহণ করা যাবে। ESSA-WORLD PLC তে বিনিয়োগ করতে কাউকে আহবান জানানো হবেনা।

ব্যবসায় প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করবে না এমন কারো কাছ থেকে সরাসরি বিনিয়োগ গ্রহণ করা যাবে না ।

প্রতিষ্ঠানের বিশেষ ব্যয় সমূহ :

কার্য নির্বাহী সম্মানি :
সাধারণত মিডিয়া পার্টনার ও বিজনেস পার্টনারগণ সেলস সেন্টারের আয়ের নির্ধারিত শতকরা অংশ লাভ করবেন। সেলস সেন্টার এর সাথে সংযুক্ত নয় এমন মিডিয়া পার্টনারদের (পরিচালক, নির্বাহী পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যানসহ) সেলস সেন্টারের আয়ের উৎস যদি না থাকে তাদের জন্য সেলস সেন্টারের আয়ের সাথে সামঞ্জস্য রেখে কার্যনির্বাহী সম্মানী নির্ধারণ করা হবে। চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহী পরিচালকগণ আলাদাভাবে বিশেষ সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন না।

ব্যবসায় প্রত্যক্ষভাবে অংশগ্রহণকারী পার্টনারদের মাসিক সম্মানি:

কেন্দ্রীয় ব্যবসায় মিডিয়া পার্টনার, কেন্দ্রীয় ফান্ডে বিনিয়োগকারী বিজনেস পার্টনার ও পরিচালকদেরকে প্রতি মাসে কোম্পানির মুনাফা থেকে নির্বাহী পর্ষদ কর্তৃক নির্ধারিত অংশ যা অর্জিত মুনাফার অনূর্ধ্ব ৫০% সমান ভাগে বন্টন করে দেওয়া হবে।

একজন ব্যক্তি / পার্টনার একইসাথে একাধিক পজিশনে থেকে আর্থিকভাবে এই সুবিধা পাবেন না । যেমন – একজন মিডিয়া পার্টনার ( শেয়ার মালিকানা প্রাপ্ত ) নিজে সেলস সেন্টার এর মালিক হলে, সে কোম্পানি থেকে যে কোন একটি পজিশনের জন্য এই সুবিধা পাবেন। তেমনি কোন পরিচালকের সেলস সেন্টারের মালিকানা থাকলে বিজনেস পার্টনার হিসেবে এই সুবিধা পাবেন না ।

উল্লেখ্য, যে সকল বিজনেস পার্টনারের কোম্পানীতে বিনিয়োগ নাই তারা এই সুবিধার আওতায় আসবে না ।

পারফরম্যান্স বোনাস :
পাটনারগন কোম্পানির কাজে গুরুত্বপূর্ণ অবদানের জন্য পারফরম্যান্স বোনাস পাবেন। কোম্পানির মানবসম্পদ বিভাগ সংশ্লিষ্ট বিভাগের সুপারিশে পরিচালনা পর্ষদের অনুমোদন স্বাপেক্ষে পারফরম্যান্স বোনাস নির্ধারণ ও বাস্তবায়ন করবে।

প্রতিষ্ঠানের চলতি ব্যয় সমুহ :
পার্টনারদেরকে প্রদান করা সকল প্রকার সম্মানি ও বোনাসসহ সকল কর্মচারীর বেতন, ভাতা, বোনাস, কমিশন, অফিস খরচ, সকল প্রকার ভাড়া, অবচয়, সুদ, সার্ভিস চার্জ, আনুতোষিক, এন্টারটেইনমেন্ট, ইউটিলিটি চার্জ, টিএ/ডিএ, ক্রয়সহ অন্যান্য খরচ প্রতিষ্ঠানের চলতি ব্যয় হিসাবে অন্তর্ভুক্ত হবে।

 

নীট মুনাফা ও বন্টনযোগ্য মুনাফা :
কোম্পানির পণ্য ও সেবা সরবরাহ এবং বিক্রয়ের মাধ্যমে অর্জিত সমূদয় আয়ের বিপরীতে প্রতিষ্ঠানের যাবতীয় চলতি ব্যয় মেটানোর পর যা অবশিষ্ট থাকবে, সেটাই হবে নীট মুনাফা।
এখানে উল্লেখ্যে যে কোম্পানির আর্থিক নিরাপত্তা, উন্নয়ন, বিনিয়োগ বা সামগ্রিক বিবেচনা করে পরিচালনা পর্ষদ নীট মুনাফার যে কোন বা সমুদয় অংশই সংরক্ষণ করতে পারবে।
নীট মুনাফা থেকে সংরক্ষিত অংশ বাদে অবশিষ্টাংশ হলো বন্টনযোগ্য মুনাফা যা পার্টনারদের মধ্যে বন্টন করা হবে।

কোম্পানির বাৎসরিক আয় বা বন্টনযোগ্য মুনাফা আইনগত প্রক্রিয়ায় নিরূপণ করে শেয়ার অনুযায়ী বন্টন করা হবে ।

হিসাবের প্রক্রিয়া ও অর্থনৈতিক স্বচ্ছতা :

ব্যাংক হিসাব :
কোম্পানির আর্থিক লেনদেন পরিচালনার জন্য একটি মূল ব্যাংক হিসাব থাকবে যার চেক বই গ্রহণ করা হবেনা। ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালক ফিন্যান্সসহ পরিচালকদের মেজরিটি অথবা সুনির্দিষ্ট সংখ্যক পরিচালকদের স্বাক্ষরে টাকা উত্তোলন করা হবে।
সাধারণ লেনদেনের জন্য খাত ভিত্তিক একাউন্টে টাকা ট্রান্সফার করা হবে। পরিচালক ফিন্যান্সসহ সংশ্লিষ্ট খাতের দায়িত্ব প্রাপ্ত ব্যক্তির স্বাক্ষরে সেসকল একাউন্টের টাকা উত্তোলন করা হবে।

কোম্পানির হিসাব রক্ষণ প্রক্রিয়া :
যে কোন প্রতিষ্ঠানের জন্য হিসাব বিভাগ খুবই গুরুত্বপূর্ণ। ESSA-WORLD PLC তে স্বচ্ছতা ও জবাবদিহিতা ডিজিটাল সিস্টেমে নিশ্চিত করার জন্য অত্যাধুনিক সুপার অ্যাপ ব্যবহার করা হবে। প্রতিদিনের ও প্রতি মুহূর্তের লেনদেন অটোমেটিক রেকর্ড হবে। প্রতিটি পণ্য ডেলিভারি দেওয়ার সাথে সাথে লভ্যাংশ সংশ্লিষ্ট ভার্চুয়াল একাউন্টে এডজাস্ট হবে। কোনো হিসাব ম্যানুয়ালি হবেনা। ফলে হিসাব সবসময় আপডেট পাওয়া যাবে। পৃথিবীর যে কোনো স্থান থেকে অনলাইনে কোম্পানির অর্থনৈতিক স্ট্যাটাস যে কোন পার্টনার দেখতে পারবে।
ESSA-WORLD PLC এর হিসাবে কোনো বকেয়া খাত রাখা হবে না। সংশ্লিষ্ট সকল পার্টনারদের সাথে ব্যাংক একাউন্টের মাধ্যমে লেনদেন করা হবে। সকল প্রকার হিসাব দিন শেষে ব্যাংক একাউন্টের মাধ্যমে সমন্বয় করা হবে।

অর্থ বিভাগ এবং আর্থিক হিসাব ও নিরীক্ষা পদ্ধতি : কোম্পানির সকল প্রকার আর্থিক হিসাব ও নিরীক্ষা  কার্যক্রম যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে পরিচালিত হবে অর্থ বিভাগের দায়িত্ব প্রাপ্ত নির্বাহী পরিচালকের নেতৃত্বে, কোম্পানীর আর্থিক বাজেট, উন্নয়ন বাজেট, আর্থিক পরিকল্পনা (স্বল্পকালীন/ দীর্ঘ মেয়াদী) প্রনয়ন চূড়ান্ত করবে।
কোম্পানির আভ্যন্তরীণ নিরীক্ষা ব্যবস্থা স্বাভাবিক ভাবে চলমান থাকবে।
কোম্পানির চূড়ান্ত হিসাব ও আর্থিক নিরীক্ষা কিংবা কোম্পানীর বার্ষিক হিসাব ও নিরীক্ষা কার্যক্রম, দেশের প্রচলিত কোম্পানি আইন অনুযায়ী পরিচালিত হবে।

নিরীক্ষা কার্যক্রমকে শতভাগ স্বচ্ছ ও সহজীকরণে সহায়তা করবে আমাদের অটোমেশন সফটওয়ার সিস্টেম ।

পরিচালনা পর্ষদ এর মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা সীমাবদ্ধ :
নির্বাহী পরিচালকদের সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতার সুনির্দিষ্ট সীমা থাকবে। এখতিয়ারের বাইরে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পরিচালকরা ভার্চুয়াল মিটিং এর মাধ্যমে অনুমোদন দিতে পারবে। নিজস্ব অ্যাপের মাধ্যমে মূহুর্তের মধ্যে সকল পার্টনারদের সিদ্ধান্ত গ্রহণ ও ভার্চুয়াল অনুমোদনের সহজ পদ্ধতি কোম্পানির সাইটে থাকবে। তবে সিদ্ধান্তসমূহ রেজুলেশনে লিপিবদ্ধ থাকবে।
আমরা জানি, মূলত ব্যবস্থাপনা পরিচালক সিদ্ধান্ত নিয়ে যেকোনো কাজ করে থাকে। কোম্পানি আইনে এই ক্ষমতা ব্যবস্থাপনা পরিচালককে দেওয়া হয়।
যেহেতু ESSA-WORLD PLC একটি বৃহৎ কোম্পানি হিসাবে গঠিত হচ্ছে, তাই যে সিদ্ধান্তগুলো ব্যবস্থাপনা পরিচালক একা গ্রহণ করার পূর্বে সীমিত সংখ্যক ডিরেক্টর এর মতামত গ্রহণ করবে। এর জন্যই আলাদা ভাবে নির্বাহী পর্ষদ গঠন করা হচ্ছে।
একজন ব্যবস্থাপনা পরিচালককে তার কাজের জন্য নির্বাহী পর্ষদ এর কাছে অনুমোদন নিতে হবে ও জবাবদিহি করতে হবে ঠিক তেমনি নির্বাহী পরিচালকবৃন্দ তাদের কাজের জন্য পরিচালনা পর্ষদের অনুমোদন নিবে ও জবাবদিহি করবে।
পরিচালনা পর্ষদ নির্দিষ্ট মেয়াদে নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী। গৃহীত যেকোনো সিদ্ধান্তে অবশ্যই পরিচালনা পর্ষদের অনুমোদন থাকতে হবে।

শেয়ার হস্তান্তর :
শেয়ার হস্তান্তরের ক্ষেত্রে যে কোন পার্টনার কোম্পানি বরাবর তার শেয়ার সমর্পন করতে পারবে। যদি কোনো মিডিয়া পার্টনার, বিজনেস পার্টনার, অথবা পরিচালক ওই শেয়ার ক্রয় করতে চান তাহলে তারা অগ্রাধিকার পাবে। অন্যথায় মার্কেটে বিক্রয় করা যাবে। কোনো পার্টনার নিজে কোম্পানী ব্যতিত অন্য কোনো পার্টনার বা পার্টনার নয় এমন কারো নিকট কোনো শেয়ার হস্তান্তর বা বিক্রয় করতে পারবে না।

বৈদেশিক বাণিজ্যের নীতিমালা:
পরিচালনা পর্ষদের অনুমোদনক্রমে পৃথিবীর যেকোন দেশে ESSA-WORLD PLC এর বিজনেস অফিস চালু করা যাবে। তবে বৈদেশিক ব্যবসার নীতিমালা আলাদাভাবে প্রণয়ন করা হবে।

ESSA-WORLD PLC এর সৃষ্টিতে বন্ধুত্বের আবেগ অনুভূতি ও পারস্পরিক ভালোবাসা বিদ্যমান। এক সুমহান, গভীর দোয়া ও শুভকামনা এর সাফল্যের পাথেয়। ESSA-WORLD PLC কোম্পানি অবশ্যই সফলতার সাথে প্রতিষ্ঠা লাভ করবে ।